Saltlake Snatching: সল্টলেকে পরপর ছিনতাই, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ১

Continues below advertisement

সিসিটিভি ফুটেজের (CCTV Footage) সূত্র ধরে সল্টলেকে (Saltlake) একাধিক ছিনতাইয়ের (Saltlake Snatching) অভিযোগের কিনারা করল পুলিশ। মানিকতলা থেকে গ্রেফতার করা হল এক অভিযুক্তকে। তবে তাঁর সঙ্গীর এখনও হদিশ মেলেনি। পাওয়া যায়নি ছিনতাইয়ে ব্যবহৃত স্কুটারটিও। ধৃতকে জেরা করে এখন সে সবের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ (Bidhannagar Police)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram