Pareshnath Temple:জল যন্ত্রণা থেকে মুক্তি,পরেশনাথ মন্দিরের তরফে তারক সিংহকে সম্বর্ধনাABP Ananda Live
একটু বৃষ্টি হলেই জমে যেত জল। জল ঢুকে যেত মন্দিরের ভেতরেও। বেলগাছিয়ার পরেশনাথ মন্দিরে আসতে গেলে ভক্তদের পোহাতে হত চরম দুর্ভোগ। দীর্ঘদিন পর সেই যন্ত্রণা থেকে মুক্তি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বহুদিনের সমস্যা ছিল জল জমা। সেই সমস্যার সমাধানের জন্য় দৃষ্টি আকর্ষণ করা হয় মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টির দায়িত্ব দেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশি তারক সিংহকে। এতদিন পর সমস্যার সমাধান হয়েছে। সেই কারণে রবিবার মন্দির কর্তৃপক্ষের তরফে মেয়র পারিষদকে সম্বর্ধনা দেওয়া হয়।
Tags :
Bangla News Bangla News Live Tarak Singh ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News