RG Kar News: আর জি করকাণ্ডের প্রতিবাদে মিছিলে পা মেলালেন সমীর মিত্র ও অরূপ রাহা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি করকাণ্ডের প্রতিবাদে অজয়নগর থেকে সন্তোষপুর পর্যন্ত মিছিল। মিছিলে রয়েছেন সমীর মিত্র ও অরূপ রাহা।

পরপর ৯দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণের পর আজ বেলেঘাটার বাড়ি গিয়ে আর জি কর মে়ডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রায় ১২ ঘণ্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ, পরপর পুজো অনুদান প্রত্যাখ্যান । রাজ্য সরকারের অনুদানে 'না' হুগলির আরও একটি পুজো কমিটির । এবার পুজো অনুদান প্রত্যাখ্যান কোন্নগরের মাস্টারপাড়া দুর্গোৎসব কমিটির । পুজো অনুদানের ৮৫ হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত লালগোলার মহিলা পুজো কমিটিরও । কলকাতা থেকে জেলা, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পরপর রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান । অনুদান চাই না, বিচার চাই স্লোগান বারাসাতের সরোজিনী পল্লি উন্নয়ন সমিতির সদস্যদের । রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান করল জয়নগরের সৃজনী সঙ্ঘও

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram