Samik Bhattacharya: 'রাজ্যের মানুষ ভোট দিয়ে একমাত্র বিরোধী দলের মর্যদা দিয়েছে', মন্তব্য শমীকের

ABP Ananda LIVE: বাংলা (*West Bengal) থেকে বিজেপির (BJP) রাজ্যসভার (rajuyasabha) প্রার্থী হিসেবে শমীক ভট্টাচার্যর নাম ঘোষণা করে বিজেপি। ২৭ ফেব্রুয়ারি বাংলার ৫টি আসনে রাজ্যসভার ভোট হবে। 'রাজ্যের মানুষ আমাদের বিধানসভায় সেই শক্তি দিয়েছে যাতে আমরা এখান থেকে রাজ্যসভা সদস্য পাঠাতে পারি। বাংলার মানুষকে অভিনন্দন জানায়। তাদের কাছে কৃতজ্ঞ আমরা। ২০২১ সালে আমাদের তারা ২ লক্ষ ২৮ হাজার ভোট দিয়ে একমাত্র বিরোধী দলের মর্যদা দিয়েছে, এবং একই সঙ্গে নিজেদের শক্তিতে রাজ্যসভায় সদস্য পাঠানোর ক্ষমতা দিয়েছে। এটা মানুষের রাজনৈতিক আশীর্বাদ, মন্তব্য শমীকের(shramik bhattacharya)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola