Samik Bhattacharya: ১০ বছরে কতগুলি কলেজ তৈরি হয়েছে? TMC-কে 'ঘোষণা সর্বস্ব সরকার' বলে কটাক্ষ শমীকের ।Bangla News

Continues below advertisement

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "এটা একটা ঘোষণা সর্বস্ব সরকার"। আজ শিলিগুড়িতে বিজেপির এক সমাবেশে তিনি বলেন, "সরকার বলছে, তারা তাদের কাছে যে পরিকল্পনা ছিল, তা ১০ বছরের মধ্যেই সম্পূর্ণ করে ফেলেছেন। ১০ বছরে কতটা কলেজ তৈরি করেছেন? সেখানে সরকার কোন পরিকাঠামো তৈরি করেছে? ঘোষণা সর্বস্ব একটা সরকার।" তাঁর কথায়, “কলেজে ২ জন ছাত্র, সেটাও একটা কলেজ। সবাই এটুকু জানেন, যে ঠাকুর পঞ্চানন বর্মার নামে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। অন্য জায়গার পার্টটাইমার দিয়ে কাজ চলছে। সরকার মূলধন ব্যয় নিয়ে কী ভাবছে?" প্রশ্ন শমীকের। তাঁর কথায়, "যেখানে যেখানে কলেজ তৈরি করেছেন সেখানে সামাজিক প্রয়োজন কতটা ছিল এবং রাজনৈতিক প্রয়োজন কতটা ছিল সেটা মানুষকে বিবেচনা করতে দিন। সরকার এখনও পর্যন্ত সেখানে কোন পরিকাঠামো তৈরি করতে পেরেছে, এর একটা ফিজিক্যাল বা সোশ্যাল অডিট হওয়া প্রয়োজন। এ টাকা তো কোনও দলের টাকা নয়। মানুষের ট্যাক্সের টাকায় শুধুমাত্র একটা ঘোষণা সর্বস্ব সরকার কখনও বিশ্ববিদ্যালয় খুলে ফেলছেন, কখনও কলেজ খুলে ফেলছেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram