Samik Bhattacharya: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, বিরোধীদের মহাজোটের বার্তা দিলেন শমীক
ABP Ananda LIVE: এই বাংলায় পরিবর্তন নয়, বিসর্জন হবে। ওই বঙ্গোপসাগরেই তৃণমূলের বিসর্জন হবে। যার যা পতাকা আছে, ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন। পথে নামুন। তৃণমূলকে সরান। ২০২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই কার্যত বিরোধীদের মহাজোটের বার্তা দিলেন শমীক ভট্টাচার্য।
আরও খবর...
কসবা গণধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে, কলেজের ইউনিয়ন রুমগুলোতে তালা মেরে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। SFI-এর কটাক্ষ, ইউনিয়ন রুমে তৃণমূলের স্বঘোষিত ছাত্রনেতারা, দাদাগিরি করছে, টাকা রোজগার করছে। পাল্টা TMCP -র রাজ্য সভাপতির দাবি - ইউনিয়ন রুম কখনও রাজনৈতিক দলের হয় না।
আক্রান্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, গ্রেফতার ৫ । সিদ্দিকুল্লার গাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ । বৃহস্পতিবার তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মন্ত্রী । নিজের বিধানসভা কেন্দ্রেই আক্রান্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর, কালো পতাকা তৃণমূলকর্মীদের । ঝাঁটা-জুতো দেখিয়ে মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দলীয় কর্মীদের । তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির দিকে আঙুল মন্ত্রী সিদ্দিকুল্লার । পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ রাজ্যের গ্রন্থাগারমন্ত্রীর
প্রয়োজনে দল ছেড়ে দেব, হুঙ্কার গ্রন্থাগারমন্ত্রীর । মন্ত্রী তোলাবাজ-চিটিংবাজ, পাল্টা আক্রমণ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের