Shamik Bhattacharya: 'তৃণমূল থাকলে দুর্নীতি থাকবে না এটা কল্পনা করাটাই বৃথা', আক্রমণ শমীকের

Continues below advertisement

ABP Ananda Live: 'তৃণমূল কংগ্রেসের কর্মীদের জিজ্ঞাসা করবেন কীভাবে অন্য জেলার মানুষজনকে স্থানীয় বাড়ি ভাড়া করে রেখে তারপর তাঁদের সল্টলেক থেকে বা অন্য কোনও স্কুল থেকে ৮ পাশের সার্টিফিকেট বানিয়ে তাঁদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল থাকলে দুর্নীতি থাকবে না এটা কল্পনা করাটাই বৃথা। গ্রেফতার করলে তৃণমূলের গোটা দলকেই গ্রেফতার করতে হবে', মন্তব্য শমীকের।

 আরও খবর..

তৃণমূলের পদে ফিরলেন কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে সই করলেন কুণাল ঘোষ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া স্মারকলিপিতে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দেখানো হল কুণালকে। মে দিবসে তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে তাঁর প্রশংসা করায় পদ গিয়েছিল কুণাল ঘোষ । পারফরম্যান্সের ভিত্তিতেই পদ ফিরে পেলেন কুণাল, দাবি তৃণমূল সুত্রের।

আদালতে স্বস্তি উপনির্বাচনে সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সঙ্গীতা রায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ। তৃণমূল প্রার্থীর দেওয়া অধিকাংশ তথ্য-প্রমাণই মিথ্যা এবং অবৈধ বলে অভিযোগ করে বামেরা। সঙ্গীতার প্রার্থী পদ বাতিলের আর্জি জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। 'মনোনয়ন শেষের পর যোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার সময় মামলা হয়নি কেন ?' এখানে কোনও অত্যাবশ্যকীয় পরিস্থিতি তৈরি হয়নি, মামলা খারিজ, মন্তব্য প্রধান বিচারপতির।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram