Samik Bhattacharya: 'যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে তার জন্য বিশেষ অধিবেশন ডাকুন', মমতাকে নিশানা শমীকের
ABP Ananda Live: পাকিস্তানকে (Pakistan)প্রত্যাঘাত নিয়ে সংসদে বিশেষ অধিবেশন চান মমতা। অন্যের আগে দেশকে জানানোর দাবি। পাল্টা মুর্শিদাবাদ (Murshidabad)নিয়ে বিশেষ অধিবেশনের সওয়াল শুভেন্দুর(Suvendu Adhikari)। 'যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে তার জন্য বিশেষ অধিবেশন ডাকুন', মমতাকে নিশানা শমীকের
আরও খবর...
সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা । র্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর OMR-এ চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট । 'CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য' । নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন । এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ । 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন'। 'নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন' । 'যারা ধন্ধ তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন' । তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই: সুপ্রিম কোর্ট