Samik Bhattacharya: 'গ্রেফতার করলে গোটা তৃণমূল দলটাকেই গ্রেফতার করতে হয়', আক্রমণ শমীকের | ABP Ananda LIVE
ABP Ananda Live: 'তৃণমূল কংগ্রেসের কর্মীদের জিজ্ঞাসা করবেন কীভাবে অন্য জেলার মানুষজনকে স্থানীয় বাড়ি ভাড়া করে রেখে তারপর তাঁদের সল্টলেক থেকে বা অন্য কোনও স্কুল থেকে ৮ পাশের সার্টিফিকেট বানিয়ে তাঁদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল থাকলে দুর্নীতি থাকবে না এটা কল্পনা করাটাই বৃথা। গ্রেফতার করলে তৃণমূলের গোটা দলকেই গ্রেফতার করতে হবে', মন্তব্য শমীকের।
আরও খবর..
জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। '১০ হাজার অ্যাকাউন্টে ফেলতে দিলেই ৩০০ টাকা কমিশন!' ভাড়াটেদের অ্যাকাউন্টে পড়ছে ছাত্র-ছাত্রীদের হকের টাকা! কীভাবে, কোত্থেকে তথ্য-ফাঁস? ফরেন্সিক অডিট করাবে লালবাজার। সরশুনা, যাদবপুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, বেনিয়াপুকুর, কসবা। এখনও পর্যন্ত কলকাতার ৬টি থানায় ট্যাব নিয়ে অভিযোগ দায়ের।
সকাল থেকে সন্ধে-দিনভর বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর। বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। চা-বাগানের শ্রমিকদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। সারা বছর কেন দেখা মেলে না? অভিযোগ চা-বাগানকর্মীদের।