Samik Bhattacharya: 'তৃণমূলের যাওয়ার দিন তৈরি হয়ে গেছে, পরাজয় অবশ্যম্ভাবী', মন্তব্য শমীক ভট্টাচার্যের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোট দেবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামেরা' । 'লড়াই করতে হলে সামনাসামনি লড়াই করুন'। 'বিজেপির বিরুদ্ধে লড়তে চাই, আমরা তৃণমূল কংগ্রেস-বাম ভাই ভাই' ।  'যতদিন বিজেপি থাকবে, বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুকে স্পর্শ করতে পারবে না' । 'যতদিন বিজেপি থাকবে ভারতীয় মুসলমানদের স্পর্শ করতে পারবে না'। 'ভারত অনুপ্রবেশকারীদের জায়গা নয়'
'তৃণমূলের যাওয়ার দিন তৈরি হয়ে গেছে, পরাজয় অবশ্যম্ভাবী' । 'ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন', মন্তব্য শমীক ভট্টাচার্যের

আরও খবর...

১৮ জুলাই দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদির মুখে শোনা গেছিল জয় মা কালী, জয় মা দুর্গার স্লোগান। আজ দমদমের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে বারবার ঘুরে ফিরে এল বাংলার সংস্কৃতি, বাংলার
পরম্পরা ও বাংলার মণীষীদের প্রসঙ্গ। বললেন, এই মাটি নবজাগরণের কেন্দ্র। একইসঙ্গে দাবি করলেন, বিজেপি সরকার গর্বের সঙ্গে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে সশক্তিকরণের জন্য
লেগে রয়েছে।
 পাশাপাশি এদিনও প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল দক্ষিণেশ্বরের কালীমন্দিরের কথা। আজ যে কৌশিকী অমাবস্যা, উল্লেখ করলেন সেটাও। দিলেন বাংলায় স্লোগান।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola