Samik Bhattacharya: ‘বিজেপির হয়ে জেতায় তৃণমূল অর্জুনের গলায় ১২২ টা মামলা ঝুলিয়েছে’, মন্তব্য শমীকের।Bangla News

আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন অর্জুন সিং! এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, ‘অর্জুন সিংহ তৃণমূল কংগ্রসকে চ্যালেঞ্জ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিজেপির প্রতীকে জিতেওছিলেন। প্রতিদান স্বরূপ তৃণমূল কংগ্রেস তাঁর গলায় ১২২ টা মামলা ঝুলিয়ে দিয়েছে। তিনি আক্রান্ত হয়েছেন ক্ষতবিক্ষত হয়েছেন, তাঁর বাড়ির এবং শ্রমিক ভবনের সামনে নিয়মিত বোমাবাজি চলেছে। তাঁর সহকর্মী খুন হয়েছেন, পুত্র আক্রান্ত হয়েছে। এখন আপনারা বলছেন অর্জুন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছে। আমাদের অবস্থা অতন্ত্য স্পষ্ট অর্জুন সিংহ এখনও বিজেপিতেই আছেন’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola