Md Shami: বধূ নির্যাতন মামলায় আদালতে আদালতে জামিনের আবেদন সামির | ABP Ananda LIVE

Continues below advertisement

বধূ নির্যাতন মামলায় এই প্রথম আদালতে হাজিরা ক্রিকেটার মহম্মদ সামির । আলিপুর পুলিশ কোর্টে হাজিরা দিলেন সামি । আদালতে জামিনের আবেদন সামির । এই মামলায় আগেই চার্জশিট দিয়েছে কলকাতা পুলিশ । ৩০ দিনের মধ্যে সামিকে হাজিরার নির্দেশ দেয় আদালত । হাসিন জাহানের আইনজীবীদের সওয়াল, শুনানি চলাকালীন উপস্থিত হতে বলা হয়েছে, তবু, সামি আসেননি কেন? । 'সামি আদালতে হাজিরা দিয়েছেন' । উনি আমার হেফাজতে আছেন, জানিয়েছেন বিচারক । সামির জামিনের আবেদনের অর্ডার রিজার্ভ রাখা হয়েছে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram