Samudra Sathi Prakalpa: রাজ্য বাজেটে পেশ হলেও এখনও আলোর মুখ দেখেনি 'সমুদ্রসাথী প্রকল্প'

Continues below advertisement

ABP Ananda LIVE: রাজ্য বাজেটে(west bengal budget)পেশ হলেও এখনও আলোর মুখ দেখেনি 'সমুদ্রসাথী প্রকল্প (samudrasathi prakalpa)। তালিকা তৈরিতে উঠেছে বিস্তর অনিয়মের অভিযোগ। তালিকায় স্বজনপোষণের অভিযোগ করেছে মৎস্যজীবীদের সংগঠনগুলি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোর্টে বল ঠেলেছেন দক্ষিণ ২৪ পরগনার (south 24 parganas)সামুদ্রিক বিভাগের মৎস্য আধিকারিক।

মাহেশে জগন্নাথ দেবের নবযৌবন সাজ। জ্বর থেকে সেরে উঠেই অলঙ্কারে সুসজ্জিত। এদিন তিনি পরেন রুপোর হাত। দু'হাত তুলে আশীর্বাদ করেন ভক্তদের । এমনটাই বিশ্বাস ভক্তদের। সেই টানেই ছুটে আসেন ভক্তরা। রবিবার মাসির বাড়ি যাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা।  প্রাচীনত্ব, মাহাত্ম্য এবং ঐতিহাসিক দিক দিয়ে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান।  জগন্নাথ দেবের নব যৌবন উপলক্ষে যেমন সেজে উঠছে পুরী , তেমনই সেজে উঠছে  শ্রীরামপুরের মন্দির। শ্রীরামপুরের মাহেশে, স্নানযাত্রার ১৩ দিন পর ভক্তদের দর্শন দেন মহাপ্রভু। শুক্রবার এই নব যৌবন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজ বেশে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজানো হয় এদিন। জগন্নাথদেবকে এই দিন রুপোর হাত পরিয়ে দেওয়া হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন দেবতা।  সেই সঙ্গে অর্পণ করা হয় ৫৬ ভোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram