Sand Racket: এবিপি আনন্দর খবরে বালি চুরির পর্দাফাঁস। ABP Ananda Live
Continues below advertisement
সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদায়, প্রশাসনের নাকের ডগায় বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছিল বেআইনি বালি খাদান। এবিপি আনন্দর খবরে সেই বালি চুরির পর্দাফাঁস হলেও এখনও অধরা খাদান মালিকরা। লরি অ্যাসোসিয়েশনের এক সদস্যকে গ্রেফতার করা ছাড়া শুধুমাত্র লরি ও মাটি কাটার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই গতকাল সোনারপুরের বিডিও ও ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও নরেন্দ্রপুর থানার পুলিশকে নিয়ে ৪টি খাদানে অভিযান চালায় জেলা প্রশাসন। বালি খাদানগুলি সিল করে দেওয়া হয়। এখনও এলাকায় পড়ে রয়েছে টন টন সিলভার sand বা সাদা বালি। তবে তোলার লোক নেই। স্থানীয়দের দাবি, এখনও অনেক খাদানে পৌঁছতে পারেনি প্রশাসন। এই পরিস্থিতিতে বেআইনি বালি খাদান পুরোপুরি বন্ধ হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Continues below advertisement