Sand Smuggling: পোর্ট ট্রাস্টের ভুয়ো নথি দেখিয়ে বরানগর কুঠিঘাটে অবৈধ বালির কারবারের অভিযোগ

ABP Ananda Live: পোর্ট ট্রাস্টের ভুয়ো নথি দেখিয়ে বরানগর কুঠিঘাটে অবৈধ বালির কারবারের অভিযোগ। অভিযুক্তদের দাবি, পুলিশ, প্রশাসনকে নথি দেখিয়েই বালি তোলা হচ্ছে। গঙ্গা থেকে বালি তোলার অনুমতি দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানা নেই বলে জেলা প্রশাসন সূত্রে খবর। পোর্ট ট্রাস্ট এইরকম কোনও অনুমতি দেয় না বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহণ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 

 

ফের টেক অফের আগে বিমানে বিপত্তি। উড়ানের ঠিক আগেই বিকল ফ্ল্যাপ। শনিবার ভোরে কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। শুক্রবার রাতে ব্যাঙ্কক যাওয়ার ফ্লাইট SL243 কলকাতা ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমানের ভিতরে এসি বন্ধ ছিল, অভিযোগ যাত্রীদের। অবশেষে ভোর সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামানো হয়। আপাতত তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola