Sand Smuggling: 'নদী থেকে বালি তুলে দুর্নীতির সিন্ডিকেট চলছে', বালি পাচারের অভিযোগে সরব শুভেন্দু

ABP Ananda Live: বিধানসভার বাইরে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। 'নদী থেকে বালি তুলে দুর্নীতির সিন্ডিকেট চলছে। রাজ্যের জাতীয় জলপথ নষ্ট করা হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বিরোধী দলনেতার। দামোদর, অজয়, কংসাবতীতে লুঠ চলছে', বললেন শুভেন্দু।

 

ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির টোপ দিয়ে বাড়িতে এনে অত্যাচারের অভিযোগে এখনও অধরা ডোমজুড়ের বাসিন্দা অভিযুক্ত আরিয়ান ও তার মা শ্বেতা খান। ক্রমেই সামনে আসছে শ্বেতার বিভিন্ন কুকীর্তি। পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয় শ্বেতা। তখন তার নাম ছিল মহসিনা বেগম। ভোটার কার্ডেও তার এই নামই নথিভুক্ত রয়েছে। অন্যদিকে আজ সকালে তাঁদের ফ্ল্যাটে যায় ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া ফাঁড়ির পুলিশ। 

 

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ফের প্রকাশ্যে এল ভোটার কার্ডে জালিয়াতির অভিযোগ। নিউটন কাণ্ডের পরে এই ঘটনাতেও নাম জড়াল টিএমসিপি নেতা দেবাশিস দাসের। ১০ হাজার টাকা দিয়েও ভোটার কার্ড না মেলার অভিযোগ বাংলাদেশের নাগরিকের। নিজেকে দেবাশিস দাসের অনুগামী বলে দাবি করেছেন অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। অর্জুন দাস নামে এক ব্যক্তির দাবি, ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। তাঁর স্ত্রী কাকদ্বীপেরই বাসিন্দা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola