Sand Trafficking: খেয়াদায় ফের সক্রিয় বালি মাফিয়া! প্রশাসনের ভূমিকায় প্রশ্ন। ABP Ananda Live
West Bengal News: সময়ের সঙ্গে সঙ্গে আবার যে কে সেই! এবিপি আনন্দের খবরের জেরে কিছুদিন বন্ধ থাকার পর নরেন্দ্রপুরের খেয়াদায় ফের সক্রিয় হয়ে উঠেছে বালি মাফিয়া। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও কীভাবে চলছে বালি পাচার? প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন।
সোমবার কয়লা-বালি পাচার নিয়ে বিজেপির পাশাপাশি প্রশাসনের একাংশকে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার পরেও কলকাতার অদূরে খেয়াদা আছে খেয়াদাতেই।
নরেন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় ফের সক্রিয় বালি মাফিয়া। প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসনের ভূমিকা।
যেদিকেই চোখ যায়, শুধু বালির স্তূপ! বালি তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে একাধিক যন্ত্র। অভিযোগ, দিনে তোলা হচ্ছে বালি, রাতে হচ্ছে পাচার। এবিপি আনন্দের খবরের জেরে কিছুদিন বন্ধ থাকার পর খেয়াদায় ফের সক্রিয় হয়ে উঠেছে বালি মাফিয়া। ক্যামেরা দেখেই, খাদানের কর্মীরা বালি তোলা বন্ধ করে দেন। দাবি করেন, তাঁরা খারাপ হয়ে যাওয়া জেসিবি সারাতে এসেছেন।