Sandeshkhali Incident: মধ্যরাতে সন্দেশখালির ক্যাম্পে আক্রান্ত পুলিশ, এখনও গ্রেফতার শূন্য!

ABP Ananda LIVE: মধ্যরাতে সন্দেশখালির (sandeshkhali) ক্যাম্পে আক্রান্ত পুলিশ, এখনও গ্রেফতার শূন্য! হামলায় জড়িত, সিসি ফুটেজেও(CCTV Footage) কোনও প্রমাণ মেলেনি: পুলিশ সূত্র। সন্দেশখালিতে (sandeshkhali) পুলিশের ওপর আক্রমণের ঘটনায় আটক ৩ জনই শাসক নেতা। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। কেন সন্দীপ সাহার (sandip saha) ওপরেই আক্রমণ তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। ক্যাম্পের ভতরে ঢুকে পুলিশ কনস্টেবল সন্দীপ লাহার মাথায় রড দিয়ে আঘাত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola