Sheikh Shahjahan: সব সময় ক্ষতি করার জন্য মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে: ভোলানাথ ঘোষের স্ত্রীর
ABP Ananda LIVE : 'এখনও পর্যন্ত আমার স্বামীর পিছনে পড়ে আছে। সব সময় ক্ষতি করার জন্য মেরে ফেলার জন্য ওরা উঠে পড়ে লেগেছে'। বললেন ভোলানাথ ঘোষের স্ত্রী।
দুর্ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-র মামলার অন্যতম সাক্ষীর গাড়ি, বিস্ফোরক অভিযোগ সাক্ষী ও তাঁর ছেলের
সন্দেশখালি শেখ শাহজাহান, বর্তমানে জেলবন্দি। তার বিরুদ্ধে চলছে সিবিআই- এর মামলা। সেই মামলার মূল সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। সাক্ষী নিজে প্রাণে বেঁচে গেলেও তাঁর ছোট ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে। ট্রাক এসে সজোরে ধাক্কা মেরেছিল সাক্ষীর গাড়িতে। তার জেরেই ঘটেছে এই ভয়াবহ ঘটনা। আর এই গোটা ঘটনা যে 'নিছক দুর্ঘটনা' নয়, পরিকল্পনা করে 'খুনের চেষ্টা' করা হয়েছে, সেই অভিযোগই করেছেন সাক্ষী ভোলানাথ ঘোষ এবং তাঁর বড় ছেলে। জানা গিয়েছে, বসিরহাট আদালতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ। সেখানে সাক্ষ্য দেওয়ার কথা ছিল তাঁর। সঙ্গে ছিলেন ছোট ছেলে সত্যজিৎ এবং গাড়ির চালক শাহানুর মোল্লা। এই দু'জনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।