Sandeshkhali:স্বাধীনতা সংগ্রামী থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট!পাশে একের পর এক মন্ত্রী!
স্বাধীনতা সংগ্রামী থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট! ২৫ দিন পার, এখনও বেপাত্তা সন্দেশখালির বাঘ, পাশে একের পর এক মন্ত্রী! শেখ শাহজাহানকে এবার স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা! 'ব্রিটিশ রাজেও বহু স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি পুলিশ'।