Sheikh Shahjahan: 'নদী পেরিয়ে বাংলাদেশে পালাতে পারে শেখ শাহজাহান', বিস্ফোরক প্রাক্তন সিপিএম বিধায়ক
১৫ দিন পার, কোথায় সন্দেশখালির (Sandeshkhali Attack) বেতাজ বাদশা শেখ শাহজাহান? শেখ শাহজাহানের (Sheikh Shahjahan ) গতিবিধি নিয়ে ফের বিস্ফোরক প্রাক্তন সিপিএম বিধায়ক। বললেন, 'কোরাকাটি থেকে ৩ বাইকে চেপে দাউদপুরের দিকে গিয়েছে শেখ শাহজাহান। আত্মগোপন করেছেন ডুগডুগি বাজারের কাছে এক ঘনিষ্ঠের বাড়িতে'। বারবার লোকেশন বদল করে লুকিয়ে থাকার চেষ্টা করছে শেখ শাহজাহান। যে কোনও সময় নদী পেরিয়ে বাংলাদেশেও পালিয়ে যেতে পারে শেখ শাহজাহান', শেখ শাহজাহানের গতিবিধি নিয়ে ফের বিস্ফোরক দাবি প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের।