Sandeshkhali: হাইকোর্টের নির্দেশের পর আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস
ABP Ananda LIVE: হাইকোর্টের নির্দেশের পর আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস। দলের তরফে জানানো হয়েছে, জামিন সংক্রান্ত নথি দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বসিরহাট মহকুমা আদালতে যাবে। আদালত থেকে সেই নথি ফের দমদ ম জেলে ফেরত এলে মাম্পিকে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। ভাইরাল ভিডিও-য় সন্দেশখালির এক মহিলা দাবি করেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সামনে তাঁর শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। পরে, সেই সাদা কাগজে ধর্ষণ, গালিগালাজ করা এবং পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার মতো মিথ্যা অভিযোগ করা হয়। মহিলা দাবি করেন, এই ঘটনার পিছনে হাত রয়েছে সন্দেশখালির আন্দোলনকারী মাম্পি দাস। তার প্রেক্ষিতেই গ্রেফতার হন বিজেপি নেত্রী। গতকাল তাঁর জেল-মুক্তির নির্দেশ হাইকোর্ট।