Sandeshkhali: গণ-বিক্ষোভের জের, তড়িঘড়ি শুরু হল ভাঙা সেতু বদলের কাজ, সন্দেশখালির মন পেতে মরিয়া প্রশাসন?

Continues below advertisement

সন্দেশখালির (Sandeshkhali) মন পেতে মরিয়া প্রশাসন। যে কাজ ১৫ বছরে হয়নি, এবার গণ-বিক্ষোভের জেরে তড়িঘড়ি শুরু হল ভাঙা সেতু বদলে ফেলার কাজ। স্থানীয়দের দাবি, ২০০৯-এর আয়লায় ক্ষতিগ্রস্ত হয় ঝুপখালির বটতলা সেতু। ১৫ বছর ধরে প্রশাসনের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। গ্রামবাসীদের কথায় কর্ণপাতও করেননি শেখ শাহজাহান (Sheikh Shahjahan), শেখ সিরাজউদ্দিনরা। আন্দোলনকারীরা সেতু তৈরির দাবিতে সোচ্চার হতেই এবার সেতু সারানোর উদ্যোগ। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram