Sandeshkhali:ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি,বেড়মজুরে লিখিত অভিযোগ হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা
ABP Ananda LIVE: শেখ শাহজাহান (Sheikh Shahjahan) বাহিনীর অত্যাচার, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali) । রাজ্যের ২ মন্ত্রী পৌঁছে কথা বলেছেন গ্রামবাসীদের সঙ্গে এবং আশ্বাস প্রতিশ্রুতিও দিয়েছেন। সেই বেড়মজুরে লিখিত অভিযোগ হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। 'তৃণমূল সরকারের অনুদান নয়, শেখ শাহজাহানের গ্রেফতার চাই'। এখনও কেন গ্রেফতার হল না শেখ শাহজাহান? পুলিশকে প্রশ্ন সন্দেশখালির বাসিন্দার। 'হাজার টাকা, ৫০০ টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে'। 'সরকার আগে যখন টাকা দিত না, তখনও বেঁচে ছিলাম'। চাই না অনুদান, পুলিশের সামনেই ক্ষোভ উগরে দিয়ে বললেন সন্দেশখালির বাসিন্দা।