Sandeshkhali Chaos: 'শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোন বাধা নেই', জানাল আদালত। ABP Ananda Live
Sadeshkhali: শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতারে কোনও বাধা নেই। ফেরার তৃণমূল (TMC) নেতাকে সন্দেশখালি (Sandeshkhali) মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে জানাল হাইকোর্ট। পুলিশ, সিবিআই, ইডি-কে মামলায় পার্টি করার নির্দেশ। এক সাংসদ বলেছেন, আদালতের কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, সওয়াল আদালত বান্ধবের। গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই। স্থগিতাদেশ শুধু সিটে, স্পষ্ট করল হাইকোর্ট। ABP Ananda Live
Tags :
TMC MP Abhishek Banerjee Sandeshkhali Chaos Culcutta High Court Cmments On Sandeshkhali Chaos