Sandeshkhali Chaos: সন্দেশখালিতে জ্বলছে প্রতিরোধের আগুন, ১৪৪ ধারা জারি, গ্রেফতার ৮ গ্রামবাসী
সন্ত্রস্ত সন্দেশখালিতে জ্বলছে প্রতিরোধের আগুন। গন্ডগোল থামাতে সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি। গতকাল রাত সাড়ে ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন বসিরহাটের মহকুমা শাসক। ওই সমস্ত এলাকায় কোনও জমায়েত করলেই গ্রেফতার করবে পুলিশ। তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার বাড়ি, পোলট্রি ফার্মে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৮। ৮ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। যদিও গতকাল রাত পর্যন্ত শিবু হাজরা কোনও অভিযোগ দায়ের করেননি।