Seikh Sahjahan: 'চাপ দিয়ে মিথ্যে বয়ান রেকর্ড করিয়েছে ইডি', ইডির বিরুদ্ধে অভিযোগ শাহজাহানের | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ফের ভোল বদল শেখ শাহজাহানের । এজেন্সির প্রশংসার পর এবার ইডির বিরুদ্ধে অভিযোগ শাহজাহানের । 'চাপ দিয়ে মিথ্যে বয়ান রেকর্ড করিয়েছে ইডি' । আদালতে অভিযোগ শেখ শাহজাহানের আইনজীবীর । নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষের পর ইডির বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহানের । 'বয়ান না দিলে মাদক মামলায় ফাঁসানোর হুমকি ইডির' । আদালতে শাহজাহানের চিঠি পড়ে শোনালেন তাঁর আইনজীবী । ইডিকে দেওয়া বয়ান প্রত্যাহারের আর্জি শেখ শাহজাহানের আইনজীবীর । এই চিঠি শাহজাহানের লেখা নয়, পাল্টা দাবি ইডির । ১৫ এপ্রিল ইডির বিশেষ আদালতে পরবর্তী শুনানি
Continues below advertisement