Sandeshkhali Chaos: দলীয় পদ থেকে সরানোর পরেই গ্রেফতার সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতি, কী কী ধারায় অভিযোগ দায়ের? | ABP Ananda LIVE
দলীয় পদ থেকে সরানোর পরেই গ্রেফতার হলেন সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতি। তাঁর বিরুদ্ধে জমি কেড়ে নেওয়া, হুমকি, মারধরের একাধিক অভিযোগ পুলিশের কাছে জমা পড়ে। তার ভিত্তিতেই আজ শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতিকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। গতকাল তৃণমূল নেতাকে তাড়া করেন মহিলারা। ভয়ে বেড়মজুরে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নেন শেখ শাহজাহানের শাগরেদ। তৃণমূল নেতাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান গ্রামবাসীরা। চাপের মুখে সাড়ে চারঘণ্টা পর, সিভিক ভলান্টিয়ারের বাড়ি থেকেই অজিত মাইতিকে আটক করে মিনাখাঁ থানায় নিয়ে যায় পুলিশ। অজিত ছিলেন বেড়মজুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি। গতকাল মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেন, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।