Sandeshkhali Chaos: ফুঁসছে সন্দেশখালি, খাল দখল করে ভেড়ি বানানোর অভিযোগ খতিয়ে দেখলেন পার্থ ভৌমিক
ABP Ananda LIVE: ফুঁসছে সন্দেশখালি(Sandeshkhali)। এলাকায় মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik), সুজিত বসু (Sujit Basu)। খাল দখল করে ভেড়ি বানানোর অভিযোগ খতিয়ে দেখতে এলাকায় সেচ দফতরের আধিকারিকরা। 'এটা মানুষের আন্দোলন, মানুষের অভাব, অভিযোগকে মান্যতা দেন আমাদের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)'। 'তার জন্যই তিনি আমাদের পাঠিয়েছেন'। 'আমরা কথা বলছি গ্রামের মানুষদের সঙ্গে'। 'মীনাক্ষীকে কোনও বাধা দেওয়া হয়নি', বললেন পার্থ ভৌমিক।
Tags :
Sujit Basu ABP Ananda LIVE Sheikh Shahjahan Sandeshkhali Chaos #TMC Leader Sandeshkhali Incident Partha Bhwmick