Sandeshkhali: 'সন্দেশখালিতে যা হচ্ছে তার সত্তর শতাংশ মিথ্যে', দাবি শওকত মোল্লার। ABP Ananda Live
Sandeshkhali ED Raid: সন্দেশখালিতে (Sandeshkhali) জনরোষ, এবার শওকতের (Saokat Molla) মুখে বহিরাগত তত্ত্ব। '৫ হাজার, ৭ হাজার দিয়ে লোক ভাড়া করে আনা হচ্ছে, সন্দেশখালিতে যা হচ্ছে, তার ৯০ শতাংশ মিথ্যে'। 'ভাড়া করা হলে, কীভাবে মন্ত্রীদের সামনেই প্রশ্ন তুলছেন?' তৃণমূল (TMC) নেতাদের তত্ত্ব উড়িয়ে পাল্টা প্রশ্ন বিরোধীদের। ABP Ananda Live