Sandeshkhali:শাহজাহানকে ধরতে পারেনি পুলিশ,TMC নেতার গ্রেফতারি চেয়ে রাস্তায় নেমেছেন সন্দেশখালির মানুষ
Continues below advertisement
ABP Ananda LIVE: ইডির (ED)ওপর হামলার পঞ্চাশ দিন কেটে গেলেও, এখনও শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) ধরতে পারেনি পুলিশ তৃণমূল নেতার (TMC Leader)গ্রেফতারি চেয়ে রাস্তায় নেমেছেন সন্দেশখালির(Sandeshkhali) মানুষ। যাতে ইন্ধন জুগিয়েছে, শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। যার জেরে আজ নতুন করে অশান্তি ছড়াল সন্দেশখালির নানা জায়গায়। দু'পক্ষের সংঘর্ষের পাশাপাশি জ্বলল আগুনও। এক মহিলা প্রতিবাদীর আহত হওয়ার ঘটনা নিয়েও উত্তেজনা ছড়ায় এলাকায়।
Continues below advertisement