Sheikh Shahjahan: আগামী সোমবার শেখ শাহজাহানকে ফের তলব করল ED, গ্রেফতার উত্তম সর্দার
ABP Ananda LIVE: গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার (Uttam Sardar)। অন্যদিকে শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) আগামী সোমবার ফের তলব করল ED। তবে তাঁদেরকে নিয়ে আতঙ্ক কাটছে না সন্দেশখালির(Sandeshkhali) বাসিন্দাদের। পুলিশের কাছে অভিযোগও জানালেন মহিলা গ্রামবাসীদের একাংশ।