Sandeshkhali: বেড়মজুরে ফের বিক্ষোভের আগুন, TMC নেতা পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বিরুদ্ধে বিক্ষোভ
ABP Ananda LIVE: বেড়মজুরে ফের বিক্ষোভের আগুন। তৃণমূল নেতা (TMC Leader) পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের (Shankar Sardar)বিরুদ্ধে বিক্ষোভ। তৃণমূল নেতা শঙ্কর সর্দারকে গ্রেফতারের দাবি স্থআনীয় মহিলাদের। শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর স্থানীয়দের।