Sandeshkhali:সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ TMC নেতা অজিত মাইতির বাড়ি ভাঙচুর,TMC নেতার উপরও চড়াও
ABP Ananda LIVE: বিক্ষোভ, ভাঙচুর, আগুন। ফের অগ্নিগর্ভ সন্দেশখালি(Sandeshkhali)। বেড়মজুরে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ভাইয়ের ভেড়িতে ভাঙচুর, তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ। সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির (Ajit Maity) বাড়ি ভাঙচুর। তৃণমূল নেতার উপরও চড়াও। মারা হয়েছে, অভিযোগ শাসক নেতার। শেখ শাহজাহান-ঘনিষ্ঠকে 'মার' ফের আছড়ে পড়ল জনরোষ। বেড়মজুরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জুতোপেটা, বাড়ি ভাঙচুর। জমি দখলের অভিযোগ গ্রামবাসীদের। গ্রেফতার ৫।
Tags :
ABP Ananda LIVE Sheikh Shahjahan Sandeshkhali Chaos #TMC Leader Sandeshkhali Incident Ajit MAity