ED Raid: তালা ভেঙে শেখ শাহজাহানের ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন ১৩ জন ইডি অফিসার
ABP AnanDA live: ১৯ দিন পর ফের শেখ শাহজাহানের (Sheikh ShahJahan) বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি(ED)। প্রায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘিরল ইডি। চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকল ইডি(ED Raid)। ২ স্থানীয় সাক্ষীকে সামনে রেখে তল্লাশি শুরু। শেখ শাহজাহানের ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন ১৩ জন ইডি অফিসার । ০৫.০১.২৪: রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি। হামলার শিকার হয় কেন্দ্রীয় বাহিনী ও সংবাদমাধ্যম। ১৯ দিনেও শেখ শাহজাহানের হদিশ পায়নি পুলিশ। শাহজাহানের বাড়ির ভিতর থেকে গেটে তালা দিয়েছে ইডির আধিকারিকরা। চলছে তল্লাশি। বাড়ির সামনে উপস্থিত আছে রাজ্য পুলিশ অফিসারেরা, কনস্টেবলরা। ৩৫জন রাজ্য পুলিশের অফিসারেরা এখানে উপস্থিত রয়েছেন, সূত্রের খবর।