Governor on Sandeshkhali: 'শিউরে ওঠার মতো, পরিস্থিতি খুঁটিয়ে দেখতে যাচ্ছি', সন্দেশখালির পথে রাজ্যপাল

একদিকে অধরা শেখ শাহজাহান, আরেক দিকে জনরোষের বিস্ফোরণ। এসবের মধ্য়েই, সন্দেশখালি রওনা দিলেন রাজ্য়পাল। সূত্রের খবর, ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথাও বলেছেন সি ভি আনন্দ বোস। 'শিউরে ওঠার মতো, বিধ্বস্ত করার মতো খবর শুনেই কেরল থেকে ফিরেছি', সন্দেশখালির পরিস্থিতি খুঁটিয়ে দেখতে যাচ্ছি, বার্তা রাজ্যপালের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola