Sandeshkhali Incident: নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে পুলিশকে তুলোধনা হাইকোর্টের
পুলিশ FIR দায়ের করেছিল নয়ই ফেব্রুয়ারি। আর যে অভিযোগের ভিত্তিতে এই FIR, তা জমা পড়েছিল তার পরের দিন! অর্থাৎ দশই ফেব্রুয়ারি! এই ঘটনার জন্য় কেন এই পুলিশ আধিকারিকদের এক্ষুনি গ্রেফতার করা হবে না? সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে মঙ্গলবার এভাবেই পুলিশকে তুলোধনা করল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ২৯ ফেব্রুয়ারির মধ্যে গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।
Tags :
CPM News TMC News CALCUTTA HIGH COURT Sandeshkhali Chaos Sandeshkhali Incident Sandeshkhali Update Sk Shahjahan