Sk Shahjahan: শেখ শাহজাহান ফ্য়ান ক্লাবের তত্ত্বাবধানে থাকে মাঠে প্রবেশের অনুমতি ছিল না সারা বছর !
রাস্তা, জমির পর, এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে খেলার মাঠ দখল করে ভেড়ি বানানোর অভিযোগ উঠল। এই মাঠেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করত শেখ শাহজাহান ফ্য়ান ক্লাব। বছরে একবার টুর্নামেন্ট হলেও, সারা বছর এই মাঠে কারও প্রবেশের অনুমতি ছিল না। কেউ ঢুকলেই, তার জন্য় বরাদ্দ ছিল শাস্তি, মারধর! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন গ্রামবাসীরা।