Saneshkhali Chaos: লুকিয়ে থাকার সময় শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল আলমগিরের, সিবিআই সূত্রে খবর
Continues below advertisement
ABP Ananda LIVE: দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের(sheikh shahjahan) ভাইও। সিবিআইয়ের (cbi)হাতে গ্রেফতার শেখ আলমগির-সহ ৩ । ইডির ওপর হামলার ঘটনায়(sandeshkhali choas) শেখ আলমগির-সহ ধৃত ৩ । গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ টিএমসিপি নেতা মাফিজুর মোল্লা ও সিরাজুল মোল্লা। ৫ জানুয়ারি হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ১৪ । 'জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি আলমগির, বয়ানে একাধিক অসঙ্গতি'। '৫ জানুয়ারি হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন শেখ আলমগির'। লুকিয়ে থাকার সময় শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল আলমগিরের, সিবিআই সূত্রে খবর।
Continues below advertisement