Sheikh Shahjahan: অবশেষে শেখ শাহজাহানকে হেফাজতে পেল সিবিআই | ABP Ananda LIVE

Continues below advertisement

Sandeshkhali: অবশেষে শেখ শাহজাহানকে (SheiukH Shahjahan)হেফাজতে পেল সিবিআই(CBI)। আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির কব্জায় সন্দেশখাসির(Sandeshkhali) ত্রাস।শেখ শাহজাহানের হস্তান্তর ঘিরে দীর্ঘ টালবাহানা। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হস্তান্তর না করায় সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ইডির। টানাপোড়েন শেষে সিবিআইয়ের হাতে সন্দেশখাসির ত্রাস। প্রথমে এএসকেএমে নিয়ে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা সিআইডির, পরে আবার জোকা ইএসআইতে নিয়ে গেল সিবিআই।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram