Sk Shahjahan: 'তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে, শেখ শাহজাহানের আইনের উপর সম্মান ছিল না', মন্তব্য আদালতের
ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহান সম্পর্কে কড়া মন্তব্য আদালতের । 'শেখ শাহজাহানকে গ্রেফতার করে জেরা করা প্রয়োজন' ।নির্দেশনামায় উল্লেখ ব্যাঙ্কশাল কোর্টের ইডি আদালতের বিচারকের। 'তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে, শেখ শাহজাহানের কোনওদিনই আইনের উপর সম্মান ছিল না'। 'সবসময় প্রভাব খাটিয়েছেন, ঔদ্ধত্য দেখিয়ে এসেছেন'। 'সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা হয়েছে'।
'শেখ শাহজাহানের পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না'। শেখ শাহজাহানের আগাম জামিনের মামলায় কড়া মন্তব্য বিচারকের।
Tags :
Mamata Banerjee CPM News TMC News CALCUTTA HIGH COURT Sandeshkhali Chaos Sandeshkhali Incident Sandeshkhali Update Nirapada Sardar Sk Shahjahan