Sukumar Mahato:ইডি-র ওপর হামলার দিনই শাহজাহানের সঙ্গে ফোনে কথা,স্বীকার তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর
ABP Ananda LIVE: সিবিআইয়ের (CBI) হাতে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)কল রেকর্ড। সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Chaos) 'মাস্টারমাইন্ড'কে ফোন করার কথা স্বীকার তৃণমূল বিধায়কের। 'ঘটনার দিন ভাঙচুরের খবর পেয়ে শেখ শাহজাহানকে ফোন করেছিলাম'। 'শেখ শাহজাহানকে বলেছিলাম, মারপিট-ভাঙচুর যেন না হয়'। 'শেখ শাহজাহানকে দাবি করেন, তিনি ঘটনাস্থলে নেই'।
Tags :
ABP Ananda LIVE TMC Leader #TMC Leader Sukumar Mahato SandeshKhali Incident SAndeshkhali SheikH Shahjahan Sandeshkhali Chaos