SK. Shahjahan : শেখ শাহজাহানের বাড়িতে বসল সিসি ক্যামেরা, কী বললেন তাঁর ভাই ?
ইডির উপর হামলার ১২ দিন পর শেখ শাহজাহানের বাড়িতে বসল সিসি ক্যামেরা। আদালতের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ডের বাড়িতে সিসি ক্যামেরা বসালো পুলিশ। রাস্তা থেকে বাড়িতে ঢোকার মুখে, গেটের সামনে বসানো হল ক্যামেরা।সরবেড়িয়ায় শেখ শাহজাহানের মার্কেটেও বসল ৪টি সিসি ক্যামেরা। ১২ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান। এনিয়ে কী বললেন তাঁর ভাই শেখ আলমগির ?