Sandeshkhali News: সন্দেশখালি ইস্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংস্থা, মামলা দায়েরের অনুমতি
Continues below advertisement
সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল স্বেচ্ছাসেবী সংস্থা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে রবিবার সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটে পুলিশি (Police) বাধার মুখে পড়ে ওই সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team)। গ্রেফতার করা হয় পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। এই অভিযোগ এনে এবার আদালতে গিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। আজ দুপুর ৩টে মামলার শুনানি হবে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সওয়াল, শাসক দলের নেতা-মন্ত্রীদের সন্দেশখালিতে যেতে দিচ্ছে পুলিশ, কিন্তু বাকিদের আটকানো হচ্ছে। বিচারপতি কৌশিক চন্দ মন্তব্য করেন, সেটাই তো স্বাভাবিক যে শাসক দলের নেতাদের আটকানো হবে না। আপনার দল ক্ষমতায় এলে, তারাও সেটাই করবে।
Continues below advertisement
Tags :
SandeshKhali News SandeshKhali Incident SAndeshkhali Sandeshkhali Violence TMC In Sandeshkhali Sandeshkhali News In Bengali Sheikh Shah Jahan Sandeshkhali Shahjahan Sheikh Sandeshkhali