Sandeshkhali: বেড়মজুরে নতুন করে বিক্ষোভ, আইসিডিএস সেন্টারের পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবি
বেড়মজুরে নতুন করে বিক্ষোভ। আইসিডিএস সেন্টারের পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবি। আইসিডিএস সেন্টার পরিচ্ছন্ন রাখারও দাবি স্থানীয় মহিলাদের। আইসিডিএস সেন্টার ছেলে-মেয়েরা পড়াশোনা করতে পারে না বলে অভিযোগ মহিলাদের। আইসিডিএস সেন্টার পরিচ্ছন্ন রাখার কথা বললে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ। বেড়মজুরের দম্বলপাড়ায় বিক্ষোভ। পথে নামলেন মহিলারা।
Tags :
SandeshKhali News SandeshKhali Incident SAndeshkhali Sandeshkhali Violence Sandeshkhali News In Bengali