Sandeshkhali Incident: সোশাল মিডিয়ায় যাবতীয় প্রচারকে ভিত্তিহীন বলে ওড়ালেন সন্দেশখালির সেই মহিলা
এবিপি আনন্দে এসে যন্ত্রণার কথা তুলে ধরেছিলেন। তারপর থেকেই সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে অপপ্রচার। বৃহস্পতিবার ফের এবিপি আনন্দে এসেই, সোশাল মিডিয়ায় যাবতীয় প্রচারকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন সন্দেশখালির বাসিন্দা, সেই মহিলা।
Tags :
ABP Ananda Exclusive ABP Ananda Interview GhantaKhanek Sange Suman SK Shahjahan SandeshKhali Incident Sk. Shahjahan Sandeshkhali Violence