Sandeshkhali News: সন্দেশখালি ইস্য়ু নিয়ে তৃণমূলকে আক্রমণ শানালেন জেপি নাড্ডা, রাজ্য়ে পরিবর্তনেরও ডাক
প্রথম দিন, রাজ্য়ে নির্বাচনী প্রচারে এসেই সন্দেশখালি ইস্য়ু নিয়ে তৃণমূলকে আক্রমণ শানালেন জেপি নাড্ডা। বললেন, মা, মাটি, মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে মহিলাদের ওপর নির্যাতন, অত্য়াচারের ঘটনা ঘটছে, শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্য়মন্ত্রী। পাশাপাশি, ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্য়ে পরিবর্তনেরও ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।