Sandeshkhali News: 'পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি তৃণমূলের', ভোটের আগের রাতে উত্তপ্ত সন্দেশখালি
ভোটের আগের রাতে উত্তপ্ত সন্দেশখালি। টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ। 'পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি তৃণমূলের' , পাল্টা অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। বেড়মজুরে ফের লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারা গ্রামবাসীদের। বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে প্রায় ১৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার। ৬ জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে।
ভোটের আগে রাতে উত্তপ্ত সন্দেশখালি। পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে বুথ এজেন্টদের হুমকি দিচ্ছে তৃণমূলের গুন্ডারা, অভিযোগ বিজেপির। লাঠি-ঝাঁটা নিয়ে বেড়মজুরে রাতপাহারায় মহিলারা।
Tags :
Sandeshkhali Sandeshkhali Incident Sandeshkhali News Sandeshkhali Violence Lok Sabha ELection 2024 Lok Sabha ELection