Sandeshkhali News : সন্দেশখালির তিন বিজেপি কর্মী হত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ I ABP Ananda

ABP Ananda LIVE : সন্দেশখালির তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ।সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।২০১৯ সালের ৮ জুন খুন হন দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং প্রদীপ মণ্ডল।এই মামলায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান।সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ।

 

 

Kasba Law College Case : কসবাকাণ্ডের জল গড়াল হাইকোর্টে, তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

কসবাকাণ্ডের জল গড়াল হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। বৃহস্পতিবার মামলাগুলির শুনানির সম্ভাবনা। মামলা দায়েরের অনুমতি চেয়ে আর্জি ৩ আইনজীবীর । আর্জি সৌম্যশুভ্র রায়, সায়ন দে এহং বিজয় কুমার সিংহলের। আদালতের নজরদারিতে তদন্ত, অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত দাবি ।  সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে আর্জি। নির্যাতিতার পরিবারকে সুরক্ষা ও আর্থিক সাহায্যের দাবি আর্জি দায়ের । আর্জিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রর বিতর্কিত মন্তব্যের উল্লেখ। সুপ্রিম কোর্টে আর্জি দাখিল আইনজীবী সত্যম সিংহর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola