Sandeshkhali Incident: সন্দেশখালিতে সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়, কী বলছেন মহিলারা ?

Continues below advertisement

সন্দেশখালিতে সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়। হুমকি দিচ্ছে তৃণমূল, কোনও পদক্ষেপ করছে না পুলিশ। দ্বিতীয় দিনেও একের পর এক অভিযোগ সন্দেশখালির মহিলাদের। আইনি সাহায্য করতে পৌঁছে গেছেন বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

অন্তহীন অভিযোগের সন্দেশখালিতে তদন্তের স্বার্থে এবার ক্যাম্প অফিস করেছে CBI। ধামাখালিতে যে ভবনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা অফিস রয়েছে, সেখানেই জায়গা বেছে নেওয়া হয়েছে CBI-এর ক্যাম্প অফিসের জন্য। CBI সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৯০০টি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গ্রামবাসীর অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না। এছাড়া কলকাতার নিজাম প্যালেসের অফিস থেকে রোজ সন্দেশখালি যাতায়াত করতেও প্রচুর সময় বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্দেশখালিতে ক্যাম্প অফিস করার সিদ্ধান্ত নিয়েছে CBI। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আপাতত এক প্লেটুন CRPF মোতায়েন থাকবে সন্দেশখালির CBI ক্যাম্প অফিসে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram